প্রকাশিত: Wed, Jan 4, 2023 4:22 PM
আপডেট: Sun, May 11, 2025 11:34 AM

মুখল সম্রাট শাহজাহানের জন্মদিন

আশিক নূরী : [১] শাহবুদ্দিন মুহাম্মদ খুররাম (শাহজাহান নামে অধিক পরিচিত) মুঘল সাম্রাজ্যের শাসক ছিলেন, যিনি ১৬২৮Ñ১৬৫৮ সাল পর্যন্ত ভারত উপমহাদেশ শাসন করেছেন। তিনি ছিলেন বাবর, হুমায়ুন, আকবর এবং জাহাঙ্গীরের পরে পঞ্চম মুঘল সম্রাট। [২] ১৫৯২ সালের ৫ জানুয়ারি সম্রাট জাহাঙ্গীর এবং তাঁর হিন্দু রাজপুত স্ত্রী তাজবিবি মনমতি ওরফে বিলকিস মাকানির ঔরশে পাকিস্তানের লাহোরে শাহজাহানের জন্ম হয়। শাহজাহান ফার্সি শব্দ, যার অর্থ ‘পৃথিবীর রাজা’। সিংহাসন আরোহণের পূর্ব পর্যন্ত শাহজাহান শাহাজাদা ‘খুররাম’ নামে পরিচিত ছিলেন। সিংহাসনে আরোহণের পর তাঁর নতুন নাম হয় ‘আবুল মুজাফফর শিহাবুদ্দিন মুহম্মদ শাহজাহান সাহিব কিরান-ই-সানী’। [৩] ১৬০৭ সালে মমতাজ মহলের (আরজুমান্দ বানু বেগম) সঙ্গে শাহজাহানের বাগদান হয়। শাহজাহানের শাসনামলকে স্বর্ণযুগ বলা হয় এবং তাঁর সময়ে ভারতীয় সভ্যতার সবচেয়ে বেশি সমৃদ্ধ পেয়েছে। শাহজাহান বাল্যকালে দাদা আকবরের প্রিয়পাত্র ছিলেন। দাদা আকবরের মতো সাম্রাজ্য বিস্তারে আগ্রহী ছিলেন। যুদ্ধে অসম্ভব পারদর্শি শাহজাহান ১৬১৩ সালে মেবারের বিরুদ্ধে যুদ্ধে ও ১৬১৬ সালে দাক্ষিণাত্যের যুদ্ধে জয়লাভসহ মালিক অম্বরের বিদ্রোহ দমনে সক্ষম হয়ে রাজ্য বিস্তার করেন। 

১৬২৭ সালে শাহজাহান আগ্রায় এসে সিংহাসনের সকল প্রতিদ্বন্দ্বীদের হত্যা করেন। একই সময়ে বুন্দেলা নেতা জুজার সিংহ বিদ্রোহ দমন করেন। ১৬২৯ সালে শাহজাহান দাক্ষিণাত্যের বিদ্রোহ দমন করেন। [৪] ১৬৩০ সালে উড়িষ্যায় ভয়ানক দুর্ভিক্ষ দেখা দেয়। সে সময় শাহজাহান সাত লাখ টাকার রাজস্ব মওকুফ করে দেন এবং সরকারি ব্যবস্থাপনায় লঙ্গরখানা খুলেন। ১৬৬৬ সালের ২২ জানুয়ারি শাহজাহান মারা যান। মৃত্যুর পর তাজমহলের ভিতরে স্ত্রী মমতাজ মহলেল কবরের পাশে সম্রাট শাহজাহানকে সমাহিত করা হয়।